Magmar

 





Magmar
Magnesium Sulphate

ম্যাগমার
ম্যাগনেসিয়াম সালফেট
(ম্যাগনেসিয়াম ৯.৫%, সালফার ১২.৫%)
উপাদান : ম্যাগনেসিয়াম ৯.৫% ও সালফার
১২.৫% বিদ্যমান।
ফসলে ম্যাগনেসিয়ামের অভাব জনিত লক্ষণঃ
* প্রথমে পুরাতন পাতা হলুদ হয় কিন্তু শিরা উপশিরা
সবুজ থাকে।
* পাতার বোটা শাখা সরু হয়।
* অনেক ক্ষেত্রে আন্তঃশিরার সবুজ বর্ণ নষ্ট হয়ে সাদা
ডোরা দাগ দেখা যায়।
* সিম জাতীয় গাছের পাতা পচন ধরে।
* ধান, গম, ভূট্টা ইত্যাদি দানা জাতীয় ফসলে গাছ
হলুদাভাব বর্ণ ধারণ করে। সালোকসংশ্লেষণের
হার কম হওয়ায় গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ
হয় এবং ফলন কমে যায়।
ফসলে ম্যাগমার ব্যবহারের উপকারিতাঃ
* ম্যাগনেসিয়ামের অভাবে ২০% পর্যন্ত ফলন কম
হয়।
* ম্যাগনেসিয়াম গাছের পাতা সবুজ করে এবং
গাছের খাদ্য তৈরিতে সহায়তা করে।
* ম্যাগনেসিয়াম গাছের পাতা ও ফল ঝরা বন্ধ করে।
* গাছের অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে।
* ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ অংশ।
* ফসলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে।
* শস্যের গুনগত মান বৃদ্ধি করে।
* এমাইনো এসিড তৈরিতে সহায়তা করে।
ব্যবহারঃ
ধান, গম, ভূট্টা, আলু সহ সকল প্রকার তৈল জাতীয় ফসল:
ডাল জাতীয় ফসল: শীতকালীন ও গ্রীস্মকালীন শাক-
সবজি: সকল প্রকার ফুল ও ফলে ম্যাগনেসিয়ামের অভাব
পূরণের জন্য এবং আশানুরুপ ফলন পেতে ম্যাগমার
ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করুন।
প্রয়োগ মাত্রাঃ
ছিটিয়ে প্রয়োগ- একর প্রতি ৬-৮ কেজি প্রয়োগ করতে
হবে। তবে জমিতে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাবের
তারতম্য ভেদে প্রয়োগ মাত্রা কম-বেশী হতে পারে।
ম্যাগমার
ম্যাগনেসিয়াম সালফেট
(ম্যাগনেসিয়াম ৯.৫%, সালফার ১২.৫%)
১ কেজি

প্রয়োগ পদ্ধতিঃ
জমি তৈরির শেষ চাষে ছিটিয়ে প্রয়োগ করে মাটিতে মিশিয়ে
দিতে হবে অথবা ফসল লাগানোর ২ থেকে ৩ সপ্তাহ পর
প্রয়োগ করতে হবে।
সতর্কতাঃ
* শিশু ও গৃহপালিত পশু-পাখির নাগালের বাহিরে
রাখুন ।
* খাদ্য সামগ্রী থেকে দুরে রাখুন।
* ব্যবহার করার সময় ধুমপান পানীয় ও খাদ্য গ্রহন
করিবেন না ।
* ব্যবহারের পর হাত মুখ ও কাপড়চোপর
ভালোভাবে ধুয়ে ফেলুন।
মজুদ করণঃ
শুষ্ক ও ছায়া যুক্ত স্থানে মজুদ করুন।
প্রস্তুতকারকঃ
NANJINJ SUNSHINE TECHNOLOGY CO, LTD
3/ F NO.302, BINGJIANG ROAD, NANJING, JIANGSU, CHINA
রেজিষ্ট্রেশন নং ঃ আই এম পি – ৭৪৩৪


No comments:

Post a Comment

Adbox